ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে শিবিরকর্মী-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
রাজশাহীতে শিবিরকর্মী-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজশাহী: রাজশাহী মহানগরীর তালাইমারীতে মিছিলের প্রস্তুতিকালে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।



বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে তবে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মহানগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম সাকলাইন জানান, যুদ্ধাপরাধী মামলায় জামায়াতের র্শীষ নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর তালাইমারী ট্রাফিক মোড় এলাকায় শিবিরকর্মীরা একত্রিত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।

এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

পরে শিবিরকর্মীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনার পর থেকে মহানগরীর সব এলাকায় নাশকতা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের বোয়ালিয়া জোনের এ সহকারী কমিশনার।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।