সিলেট: মানবতাবিরোধী অপরাধের দায়ে জাময়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে চলছে।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালে নগরীতে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা যায়।
সকাল সোয়া ৮টার দিকে নগরীর কাজলশাহ এলাকায় ঝটিকা মিছিল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে শিবির কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজলশাহ এলাকায় ১০-১৫ জন শিবির কর্মী অতর্কিত মিছিল বের করে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে পুলিশ আসার আগেই পালিয়ে যায়। এছাড়া, নগরী ও আশপাশের এলাকায় আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালে নাশকতা প্রতিরোধে নগরীতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জাময়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এনইউ/টিআই