ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরতালে স্বাভাবিক নারায়ণগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
হরতালে স্বাভাবিক নারায়ণগঞ্জ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জের কোথাও কোনো প্রভাব পড়েনি।

তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কাবস্থানে রয়েছেন।



সকাল থেকে দূরপাল্লার সব বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া আন্তঃজেলা রুটেও যানবাহন চলাচল করছে।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকি। রয়েছে ডিবি পুলিশ ও র্যাবের টহল।

জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার (৬ জানুয়ারি) রাতেই জানানো হয়েছে, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবেনা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও হরতাল সর্মথকদের মাঠে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।