ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা শনিবার

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শনিবার (০৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

দলটির জাতীয় (কেন্দ্রীয়) সম্মেলনের তারিখ নির্ধারণ করতে এ সভা আহ্বান করা হয়েছে বলে শুক্রবার (০৮ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



সূত্র বলছে, আগামী ফেব্রুয়ারিতে দলটির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শনিবার সন্ধ্যায় এ সভা ডাকা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে ঊর্ধ্বতন নেতারা উপস্থিত থাকবেন।
 
দলীয় নেতারা জানান, সভায় আলোচনার ম‍ূল বিষয় দলের জাতীয় সম্মেলন। ডিসেম্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
 
আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নিয়েই শনিবারের সভায় বিস্তারিত আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।