ঢাকা: রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার (১০ জানুয়ারি) টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আখেরি মোনাজাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাসা থেকে খালেদাও এতে শরিক হন।
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র বলছে, বিগত কয়েক বছর ধরে টঙ্গীর ঐতিহাসিক বিশ্ব ইজতেমা ময়দানে গিয়ে মোনাজাতে অংশ নিতেন খালেদা জিয়া।
কিন্তু গত বছর রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকায় আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমায় যাননি তিনি। ওই সময় তার রাজনৈতিক কার্যালয়ে বসেই মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। এবার সে ধরনের কোনো পরিস্থিতি না থাকলেও বাসায় বসেই দোয়ায় অংশ নেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা থাকার সময়ে যারা খালেদা জিয়ার সঙ্গে ইজতেমা ময়দানে গিয়ে মোনাজাতে শরিক হতেন তাদেরও যার যার মতো অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
তবে এবছর কেন খালেদা জিয়া বিশ্বিইজতেমায় যাননি তা জানাতে পারেনি ওই সূত্র।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
এমএ