জামালপুর: পুলিশী কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার জামালপুর পৌরসভার তিনটি ও সরিষাবাড়ী পৌরসভার একটি স্থগিত কেন্দ্রে পুনঃভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জামালপুর পৌর নির্বাচনে বানিয়াবাজার, ছনকান্দা ও বগাবাইদ এলাকার ভোটকেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের হট্টগোলের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিনটি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করেছিলেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জামালপুর পৌরসভার ওই ভোটকেন্দ্রের ভোটগ্রহণ শেষ হয়।
সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডের বাউসি বাঙালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। তখন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সেলিম হোসেন ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছিলেন। তবে মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রটির ভোটগ্রহণ সম্পন্ন হয়।
জামালপুর ও সরিষাবাড়ী পৌরসভা দু’টিতেই গত ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। তাই স্থগিত ভোট কেন্দ্র চারটির পুনঃনির্বাচনে মেয়র প্রার্থীদের ব্যালট পেপার সরবরাহ করা হয়নি।
শুধুমাত্র সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের ব্যালট পেপার ভোটারদের মাঝে সরবরাহ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএ