ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে বিএনপির আমজাদ মেয়র নির্বাচিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সৈয়দপুরে বিএনপির আমজাদ মেয়র নির্বাচিত আমজাদ হোসেন সরকার

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন সরকার মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) এ পৌরসভার স্থগিত থাকা ৪টি ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।



এরআগে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ওই ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।

এই ৪টি কেন্দ্রে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন মোট ৪ হাজার ৮৯ ভোট। এতে ৩২টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ২৯ হাজার ৯১২ ভোট।

এ ৪টি কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের  অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন পেয়েছেন ২ হাজার ৮৮ ভোট। এতে তার মোট ভোট হয়েছে ২২ হাজার ৪৭ ভোট।

সৈয়দপুর পৌরসভার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিন বাংলানিউজকে জানান, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে গোলযোগের কারণে এই ৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এসব কেন্দ্রে মঙ্গলবার ভোটগ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।