ময়মনসিংহ: আগামী ৩১ জানুয়ারি ময়মনসিংহ জেলা জাসদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জেলা জাসদ কার্যালয়ে কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা জাসদের সভাপতি অ্যাড. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সাদিক হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন অ্যাড. মিলন কান্তি সরকার, আনোয়ারুল হাসান রুমী, রতন সরকার, অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, অ্যাড. শিব্বির আহমেদ লিটন, অধ্যাপক লুৎফুন্নাহার, আজিজুল হক আজিজ, শহিদুর রহমান শহিদ, আ: রহমান সরকার, আবু তাওহীদ শামীম, অধ্যক্ষ আনিছুর রহমান খোকন, পারভেজ শাহনেওয়াজ লিটন, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. সাদিক হোসেন জানান, এ সম্মেলনে জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, শিরিন আক্তার এমপি, নাজমুল হক প্রধান এমপিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এএসআর