ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে বিএনপির ২ শতাধিক নেতাকর্মী আ’লীগে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বাগেরহাটে বিএনপির ২ শতাধিক নেতাকর্মী আ’লীগে

বাগেরহাট: বাগেরহাটে জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদ হাসান ছোট মনির নেতৃত্বে মংলা উপজেলার একটি ইউনিয়নের দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে মংলার মিঠাখালী ফুটবল মাঠে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের এক জনসভায় বিএনপির নেতাকর্মীরা ওই দলে যোগ দেয়।



এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।

মিঠাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার গাজী জানান, তিনদিন ধরে মংলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ জনসভা করছে। এরই ধারবাহিকতায় মঙ্গলবার বিকেলে মিঠাখালীতেও জনসভার আয়োজন করা হয়েছে।

জনসভায় মিঠাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি মাহামুদ হাসানের নেতৃত্বে আন্ধারিয়া গ্রামের ওদুত শেখ, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নরেন্দ্রনাথ মজুমদারসহ দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

মাহমুদ হাসান ছোট মনি ২০০৩ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রথমে মংলা থানা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। এরপর দায়িত্ব পান জেলা বিএনপির সহ-সভাপতির।

মঙ্গলবারের জনসভায় অনেকের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শরিফুন হাসান বিথী, মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক বলেন, যারা আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে আসছেন তাদের আমরা স্বাগত জানাই। এতে আমাদের দল আরো সুসংগঠিত ও শক্তিশালী হবে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।