ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোকোর কবরের পাশে খালেদার কোরআন তেলাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
কোকোর কবরের পাশে খালেদার কোরআন তেলাওয়াত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২৪ জানুয়ারি) ছোট ছেলে কোকোর প্রথম মৃত্যুকবার্ষিকী উপলক্ষে দুপুর আড়াইটার দিকে কবর জিয়ারত করতে যান তিনি।



এরপর বেলা তিনটার দিকে দোয়া মাহফিল শেষে গুলশানে নিজ বাসভবনে ফিরে যান খালেদা জিয়া।
 
কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

দিনটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, ভাসানী মিলনায়তন মহানগর বিএনপি কার্যালয় ও গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে মিলাদ মাহফিল, কোরআনখানি ও তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

মহানগর বিএনপি কার্যালয়ে বিকেল ৩টায়, গুলশান কার্যালয়ে বাদ মাগবির ও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। পরে ২৮ জানুয়ারি তার মরদেহ দেশে আনা হয়। ওইদিনই বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এনএ/এফবি/বিএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।