ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আর এ গণির মৃত্যুতে গাইবান্ধায় ৩ দিনের কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আর এ গণির মৃত্যুতে গাইবান্ধায় ৩ দিনের কর্মসূচি ড. আর এ গণি

গাইবান্ধা: শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে দাফন করা হবে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি বলেন, তার মৃত্যুতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি।

শুক্রবার দলীয় পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ, শনিবার কুরআন খানি ও মিলাদ মাহফিল এবং রোববার বাদ আসর শোক সভা।

সব কর্মসূচি জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
   
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে বুধবার (০৬ জানুয়ারি) ড. আর এ গণি হৃদরোগ, কিডনিসহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।