ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংসদ ভবনের সামনে আর এ গণির জানাজা সাড়ে ৩টায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
সংসদ ভবনের সামনে আর এ গণির জানাজা সাড়ে ৩টায় ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির সর্বশেষ জানাজা বিকেল সাড়ে ৩ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে জানাজার বিষয়টি জানান বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।



বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎস‍াধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

শুক্রবার সকালে আর এ গণির মরদেহ স্কয়ার হাসপাতাল থেকে তার ধানমন্ডির বাসায় নেওয়া হয়।  

প্রবীণ এ নেতার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ জানাজা শেষে বিকেলে ড. গণির মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসএনএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।