ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় শপথ নেওয়ার পর দুই কাউন্সিলর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
বগুড়ায় শপথ নেওয়ার পর দুই কাউন্সিলর আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান শেষে পৌর মিলনায়তন থেকে বেরিয়ে আসার পথে বগুড়া পৌরসভার বিএনপি সমর্থিত দুই কাউন্সিলরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক দু’জন হলেন- বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুর রহমান বিটু ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোওয়ার হোসেন পশারী হিরু।



শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে বগুড়ার নয়টি ও নওগাঁর দুইটি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নিয়ে শহরের শহীদ টিটু পৌর মিলনায়তনে শপথ অনুষ্ঠিত হয়।

জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে দুই কাউন্সিলর আটকের বিষয়টি জানান।

আটকের পর দুই কাউন্সিলরকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে আটকের সুনির্দিষ্ট কোনো কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
টিআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।