ঢাকা: সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে সেখানে তার স্ত্রীর কবরেই তাকে দাফন করা হয়।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টায় স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শুক্রবার সকালে তার মরদেহ স্কয়ার হাসপাতাল থেকে তার ধানমন্ডির বাসায় নেওয়া হয়। বাদ জুমা রাজধানীর সাত মসজিদ রোডের ধানমন্ডি ঈদগাহ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পরে, দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা ও বিকেল সাড়ে ৩টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ড. আর এ গণির তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমএম/এমজেড
** নয়াপল্টনে আর এ গণির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
** ড. আর এ গণির প্রথম জানাজা অনুষ্ঠিত
** সংসদ ভবনের সামনে আর এ গণির জানাজা সাড়ে ৩টায়
** আর এ গণির মৃত্যুতে গাইবান্ধায় ৩ দিনের কর্মসূচি
** ড. আর এ গণির দাফন বিকেলে
** চলে গেলেন বিএনপি নেতা ড. গণি
** স্কয়ার হাসপাতাল মর্গে আর এ গণির মরদেহ
** স্ত্রীর কবরে শায়িত হবেন আর এ গণি
** ড. আর এ গণি’র মৃত্যুতে খালেদা ও ফখরুলের শোক
** আর এ গণি লাইফ সাপোর্টে
** নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিএনপি নেতা ড. গণি