ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরিপুরে ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
হরিপুরে ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ-ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ সমাবেশে ও দোকান ভাঙচুর করেছে উপজেলা কৃষকলীগ।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।



এর আগে, একই স্থানে কৃষকলীগ-যুবলীগ সভা ডাকায় শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে কৃষকলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে দলীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করে।   এ সময় পুলিশের বাধার মুখে তারা কার্যালয়ে ঢুকতে না পেরে শহরে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীরা ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন এবং রাস্তার পাশে টানানো এমপির কয়েকটি ফেস্টুন-ব্যানার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের দোকান ভাঙচুর করেন।

পরে উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশ করেন কৃষকলীগের নেতাকর্মীরা। তবে, এ প্রতিবেদন লেখা ( বিকেল ৩টা ২৫ মিনিট) পর্যন্ত যুবলীগের নেতাকর্মীদের দেখা যায়নি।

ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

** ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা জারি

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।