মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় চাঁদার দাবিতে নাভানা কনস্ট্রাকশন নামে ঠিকাধারী একটি প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী আলমগীর শেখকে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (১৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
এ ব্যপারে প্রকৌশলী আলমগীর শেখ বাংলানিউজকে জানান, বেউথা কালীগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন মেয়র রমজান আলী সেতুর ঠিকাধারী প্রতিষ্ঠান নাভানা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন।
এ প্রকল্পে নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি দায়িত্বরত রয়েছেন। কয়েকদিন ধরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সমাপ্ত হোসেন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সমাপ্তের নেতৃত্বে ছয়-সাতজন ছাত্রলীগ নেতাকর্মী তার নিজম্ব অফিস রুমে এসে তাকে মারধর করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ব্যাপারে প্রকৌশলী আলমগীর শেখ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএ