ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বাঙালির রাজনীতি সংস্কৃতিমনা’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
‘বাঙালির রাজনীতি সংস্কৃতিমনা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বাঙালির রাজনীতি সংস্কৃতিমনা’-এমনই মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ক্যাপ্টেন এম মনসুর আলীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

এতে সভাপতিত্ব করেন জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

অনুষ্ঠানের প্রধান অতিথি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাঙালির রাজনীতি সংস্কৃতিমনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা মেনে চলেন। অন্য রাজনৈতিক দলেরও সংস্কৃতিমনা হওয়া উচিৎ।

তিনি বলেন, রাজনীতিতে এখন আসল-নকল বোঝা দায়। যিনি দেশকে ভালবাসেন না, তিনি দেশের জন্য কী কাজ করবেন? তারা রাজনীতি করেন শুধু ক্ষমতা ও লুটপাটের জন্য।

শিক্ষকদের প্রতি আওয়ামী লীগ সংবেদনশীল উল্লেখ করে সুরঞ্জিত বলেন, সব কিছু যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে হয়- তা হলে দেশ পরিচালনা হবে কী করে? 

‘একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে আমাদের পুলিশ বাহিনী গঠন করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক কয়েকটি ঘটনা সবাইকে ব্যথিত করেছে। রক্ষক যদি ভক্ষক হয়- মানুষ যাবে কার কাছে? তাদের ওপর ভরসা করেই তো আমরা রাতে ঘুমাতে যাই। ’

তিনি বলেন, আসছে মার্চে দেশের সব চেয়ে বড় স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন। পৌরসভা নির্বাচনের মতো এটাও হবে দলীয় প্রতীকে; এটাকে রাজনীতির একটি গুণগত পরিবর্তনও বটে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলেও মনে করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, বিএনপি বুঝতে পেরেছে-নির্বাচনে অংশ নেওয়া ছাড়া দলের বিকাশ ঘটে না।

সভার প্রধান বক্তা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের কল্যাণে বঙ্গবন্ধু সেতু বিশাল অবদান রাখছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মনসুর আলী বঙ্গবন্ধু সেতু নির্মাণের প্রয়োজনীয়তা বুঝেছিলেন। তার ঐকান্তিক প্রচেষ্টার ফসল আজ বঙ্গবন্ধু সেতু।

অন্যদের মধ্যে বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা মিনহাজুল ইসলাম মিন্টু প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬, আপডেট: ১৬৩১ ঘণ্টা
এসএস/জেডএফ/বিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।