পটুয়াখালী: পটুয়াখালী-১ সদর আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারকে জাতীয় পার্টির মহাসচিব ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন আদালতপাড়ার মাঠ থেকে আনন্দ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আলম মামুন, সাধারণ সম্পাদক জাফর উল্লাহ প্রমুখ।
বক্তারা রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব ঘোষণা করায় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ধন্যবাদ জানান।
এরআগে দলীয় কার্যালয়ে সব নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআর