ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ কর্মী হাবিব হত্যার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
ছাত্রলীগ কর্মী হাবিব হত্যার ঘটনায় মামলা

সিলেট: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী কাজি হাবিবুর রহমান হাবিব (২৪) হত্যার ঘটনায় ২৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মহানগরীর কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই কাজি জাকির।

এজাহারে ১১ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ১৪/১৫ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দলীয় কোন্দলের জের ধরে নগরীর শামীমাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাকর্মীরা হাবিবকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যক্ষেণে রাখা হয়। সেখানে রাত পৌনে ১২টায় চিকিৎসাধীন মারা যান হাবিব।

বুধবার (২০ জানুয়ারি) সকালে সোয়া ১১ টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্নর পর তার মরদেহ কুমিল্লা গ্রামের বাড়িতে পাঠানো হয়।

নিহত হাবিব কুমিল্লা জেলার ব্রক্ষণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীঘাট গ্রামের কাজি সিদ্দিকুর রহমানের ছেলে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এএএন/এনইউ/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।