ঢাকা: শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও মার্কেন্টাইল ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।
মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে ১৮ ফেব্রুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
গত বছরের ২৫ ডিসেম্বর ঢাকায় দলের এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘তারা নির্বোধের মতো মারা গেলো, আমাদের মতো নির্বোধরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। ওনারা যদি এতো বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত তারা নিজের ঘরে থাকে কি করে, একটু বলেন তো’।
তিনি আরো বলেন, ‘যুদ্ধাপরাধীর বিচারটা করেছেন ভালো। এরা (বুদ্ধিজীবী) যে শেষদিন পর্যন্ত পাকিস্তান সরকারের বেতন-ভাতা খাইলো, এটাওতো কথা বলা যায় যায় না? পাকিস্তান সরকারের তারা বেতন খাইলো, তারা হয়ে গেল মুক্তিযোদ্ধা, আর যারা না খেয়ে পালিয়ে পালিয়ে বেড়াল তারা হয়ে গেল রাজাকার। ’
বাদী মামলায় উল্লেখ করেন, গয়েশ্বরের এহেন বক্তব্য শহীদ পরিবারের সন্তান হিসাবে তার মানহানি ঘটিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমআই/এএসআর
** গয়েশ্বরের বিরুদ্ধে মানহানি মামলা