ঢাকা: রাজধানীতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় পুরানা পল্টন মুক্তিভবনের সামনে পদযাত্রা আগে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা এ দাবি জানান।
এসময় আরও বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় নেতা ও ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, পল্টন থানার সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, শাখার নেতা গৌরাঙ্গ লাল মল্লিক, নারায়ণ চক্রবর্তী, নুরুল ইসলাম গাজী ও যুবনেতা মনিরুল আহসান জুয়েল।
বক্তারা বলেন, ঢাকা একটি অবাসযোগ্য নগরে পরিণত হয়েছে। কেবল ধনীদের জন্য বারিধারা ও গুলশানে কেন্দ্রীভূত করে রাখা হয়েছে। আর নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ যারা ঢাকা নগরীতে প্রাণ সঞ্চার করে তাদের জীবনকে করে তুলেছে দুর্বিসহ।
তারা আরও বলেন, কথায় কথায় বাড়ি ভাড়া বৃদ্ধি মাসে মাসে গাড়ি ভাড়া বৃদ্ধি, নোটিশ ছাড়া হকার উচ্ছেদ ঢাকার জনজীবনের উপর অসহনীয় প্রভাব ফেলছে।
সরকার যে ব্যয় বিশ্লেষণের মাধ্যমে ভাড়া বৃদ্ধির যুক্তি তুলে ধরেছে, তা হাস্যকর উল্লেখ করেন বক্তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এটি