ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণ তাদের অধিকার ফিরে পেতে চায়

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
জনগণ তাদের অধিকার ফিরে পেতে চায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান

ঢাকা: সরকারকে আবারও অবৈধ আখ্যা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সরকারের কাছ থেকে জনগণ তাদের অধিকার ফিরে পেতে চায়।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় যারা আত্নাহুতি দিয়েছেন, মানুষ তাদের আজীবন স্মরণ রাখবে।

গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠায় তারা শহীদ হয়েছেন। যারা গুম-খুনের স্বীকার হয়েছেন তাদের জাতি স্মরণ রাখবে।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদল সাধারণ সম্পাদক শহীদ নুরুজ্জামান জনি ও নিউ মার্কেট থানা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বাপ্পীর প্রথম শাহাদাৎ বার্ষিকীতে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
 
আব্দুল্লাহ আল নোমান বলেন, আমাদের কাছে খবর আছে দেশে অনেক তরুণকে নিয়ে যাচ্ছে, তবে তাদের পাওয়া যাচ্ছে না। বন্দুকের জোরে দেশ শাসন করছে সরকার। তবে বুলেটের চেয়েও শক্তিশালী ব্যালট।
 
ছাত্রদলের সহ সভাপতি এজমল হোসেন পাইলটের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।
 
স্মৃতিচারণ করেন শহীদ জনির বাবা ইয়াকুব আলী, শহীদ বাপ্পির বড় বোন ঝুমুর আক্তার, সবুজবাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, খিলগাঁও থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মানিক, নিউমার্কেট থানা ছাত্রদল নেতা গাজী মনিরুজ্জামান ও সোহেল খান।
 
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ভিপি হারুন, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ওবায়দুল হক নাসির, সাবেক ছাত্রনেতা আবদুল হাই পল্লব, ঢাকা মহানগর ওলামা দল সভাপতি মাওলানা আলমগীর হোসাইন ছাত্রদলের উপস্থিত ছিলেন সহ সভাপতি তারেক উজ্জামান তারেক, আলমগীর হাসান সোহান, মাসুদ খান পারভেজ, নাজমুল হাসান, মনিরুল ইসলাম মনির, নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, ইখতিয়ার রহমান কবীর, জয়দেব জয়, মনিরা আক্তার রিক্তা যুগ্ম সম্পাদক আবদুর রহিম হাওলাদার সেতু, মফিজুর রহমান আশিক, মামুন হোসেন ভূইয়া, শহীদুল ইসলাম সোহেল, আবু বকর সিদ্দিক পাভেল, সেলিনা সুলতানা নিশিতা, এস এম কবীরসহ সাধারণ সম্পাদক মো. উল্লাহ চৌধুরী ফয়সাল, আরিফা সুলতানা রুমা, রাজিব আহসান পাপ্পু, নোমান হাসনাত সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, গোলাম আজম সৈকত, উজ্জল হোসেন, শাহীনুর বেগম সাগর, আশরাফ ফারুকী হীরা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া, দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী, আইন সম্পাদক মাকসুদ উল্লাহ স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন মন্ডল প্রমুখ।

বাংলাদেশ  সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।