ঢাকা: বিচারিক কার্যক্রমের মাধ্যমেই বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, আমি শুনেছি, খালেদা জিয়ার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে বিএফডিসিতে মাদকবিরোধী বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী এবারের উৎসবের স্লোগান হচ্ছে, ‘মাদকমুক্ত তরুণ প্রাণে, গড়বো দেশ যুক্তির গানে’।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক জাতীয় সমস্যা। মাদকের বিস্তার এতোটাই যে, সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে এর মোকাবিলা করতে হবে। আমরা মাদক তৈরি করি না কিন্তু ক্ষতিগ্রস্থ হচ্ছি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিবেশি দেশুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাদক প্রতিরোধ ও সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
খন্দকার রাকিবুর রহমান অনুষ্ঠানে বলেন, চলতি মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যাপক জোর দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নতুন অভিযান পরিচালিত হবে।
সপ্তাহব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় রাজধানীর কয়েকটি কলেজ। ‘রাজনৈতিক অঙ্গীকারই পারে মাদকমুক্ত সমাজ গড়তে’ শীর্ষক চূড়ান্ত প্রতিযোগিতায় শহীদ স্মৃতি পুলিশ কলেজ এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অংশ নেয়। প্রতিযোগিতায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়। রানার্স আপ হয় শহীদ স্মৃতি পুলিশ কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করে সাউথ পয়েন্ট কলেজ।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএমএ/জেডএফ/এএসআর