ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জমি নিয়ে বিরোধ

দারুস সালাম স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
দারুস সালাম স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

ঢাকা: দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক বাবুল মোল্লাকে (৪১) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

অবস্থার অবনতি হওয়ায় রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।



এর আগে দুপুর সাড়ে ৩টায় রাজধানীর আদাবর মনসুরাবাদ ১০ নম্বর রোডে দুর্বৃত্তরা তার হাত-পা এবং মাথায় এলোপাথারি কুপিয়ে জখম করে।

বাবুল দারুস সালাম সোসাইটির ৯০/৫/বি নম্বর বাড়িতে বসবাস করেন।

তার খালাতো ভাই সুজন খান জানান, আদাবরে বাবুলের একটি ব্যবসা প্রতিষ্ঠান নড়াইল প্রিন্টিং এবং পাঁচ কাঠা জমি রয়েছে। দীর্ঘদিন যাবৎ ওই জমি নিয়ে একটি রিয়ের এস্টেটের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে বাবুলের উপর হামলা করা হতে পারে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় চিকিৎসকের পরামর্শে বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ প্রসঙ্গে মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, বাবুলের পরিবারের সদস্যদের দাবি জমি সংক্রান্ত বিরোধের কারণে তার উপর হামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।