ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে শুধু রাষ্ট্রদ্রোহ মামলা নয়, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটুক্তি করায় স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে খালেদা জিয়ার বিচার করা উচিত। এজন্য ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাই।
মন্ত্রী বলেন, যারা স্বাধীনতার বিষয়ে প্রশ্ন তুলবে, সরকারের উচিত তাদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা নেওয়া।
স্বাধীনতা বিরোধীদের রক্ষার জন্য পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে তিনি বলেন, যখন পাকিস্তানি যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার করার জন্য আন্দোলন শুরু হলো, তখনই পাকিস্তানের ষড়যন্ত্র আবার চাঙ্গা হচ্ছে। তাই পাকিস্তানি যুদ্ধাপরাধীদের শুধু প্রতীকী নয়, প্রকৃত বিচার করতে হবে।
শাজাহান খান বলেন, ৩১ মার্চ প্রতীকী বিচার শুরু হবে। এর মাধ্যমে কারা কী করেছে, তা মানুষের সামনে তুলে ধরা হবে।
মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতা রক্ষার জন্য আমাদের প্রয়োজনে বীর সৈনিকের মতো কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ গাজী মো. দেলওয়ার হোসেন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসএ/আরএম