নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে পৌর জামায়াতের সেক্রেটারিসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, সেনবাগ উপজেলার পৌর জামায়াতের সেক্রেটারি ও উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাতাইকান্দি গ্রামের আলী আকবরের ছেলে সামছুদ্দোহা (৩২) একই উপজেলার বীজবাগ ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে ও ঢাকার সবুজবাগ থানায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাবুল (৫২) এবং উপজেলার দেবীসিং গ্রামের বেপারি বাড়ির জানা মিয়ার ছেলে ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি নুরুজ্জামান (৪৫)।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বাংলানিউজকে জানান, দুপুরে নাশকতা মামলার আসামি পৌর জামায়াতের সেক্রেটারি সামছুদ্দোহাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
সামছুদ্দোহার বিরুদ্ধে উপজেলায় হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে আটটি মামলা রয়েছে। এতোদিন ধরে তিনি পলাতক ছিলেন।
অপরদিকে, সকাল ১০টার দিকে ঢাকার সবুজবাগ থানায় একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাবুলকে তার নিজ গ্রামে অভিযান চালিয়ে ও একই সময়ে মাদক মামলায় ছয় মাসের সাজার আদেশপ্রাপ্ত আসামি নুরুজ্জামানকে দেবীসিং গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফাতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এএটি/আরএ