রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার অক্লান্ত পরিশ্রম করছে।
তিনি বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী যুবলীগ শাখার আয়োজনে উপজেলার বুধিরহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, চারঘাট-বাঘা আমার নির্বাচনী এলাকা। বর্তমান সরকারের পরিকল্পনা উন্নয়নের রোডম্যাপ অনুযায়ী ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুৎ, কাঁচা রাস্তাকে পাকাকরণসহ কৃষকদের ন্যায্য মূল্যে কীটনাষক ও সার দেওয়া প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, চারঘাট-বাঘার প্রতিটি ছেলে-মেয়েকে শিক্ষিত করে গড়ে তোলা হবে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। তিনি দেশের উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য আওয়ামী লীগ, যুবলীগ এবং অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। তিনি এদেশকে স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করেছেন। তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কেউ বাঁধাগ্রস্থ করতে পারবে না।
রাজশাহীর চারঘাট উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক এ কে এম আসাদুজ্জামান, জেলা সহ-সভাপতি আলমগীর হোসেন, জেলা যুবলীগ শিক্ষা ও গবেষনা বিয়ষক সম্পাদক ইমদাদুল হকসহ আওয়ামী লীগ, যুবলীগ এবং অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসএস/ওএইচ