ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকারের যুগান্তকারী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেই বিএনপি-জামায়াত আন্দোলনের নামে প্রায় সাড়ে ছয়শ’ স্কুল পুড়িয়ে দিয়েছিল।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৫ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে।
মন্ত্রী আরও বলেন, দরিদ্র শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার সুযোগ পায় সে জন্য সরকার প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করেছে।
সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এমজেড