ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার বিরুদ্ধে মামলা পতনের শেষ পেরেক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
খালেদার বিরুদ্ধে মামলা পতনের শেষ পেরেক নজরুল ইসলাম খান

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা সরকার পতনের শেষ পেরেক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে  ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।



সম্প্রতি খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঢাকা মহানগরের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

নজরুল   ইসলাম   খান   বলেন,   জনগণকে   বিভ্রান্ত   করতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। এ মামলায়   তার   সাজা   হবে   না। তারপরও অপচেষ্টা করছে সরকার। কিন্তু এ ‘মামলাবাজ’ সরকার যতই অত্যাচার করুক না কেন- জনগণ তাদের বিচার করবে। কেননা সেই বিচারই হল শেষ বিচার।

‘খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এ দেশের জনগণ মেনে নেবে না। এটাই সরকার পতনের শেষ পেরেক। জনগণ জেগে উঠলে এ সরকারের পতন অনিবার্য। ’

খালেদাকে জনপ্রিয় নেত্রী উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায়। তাদের উদ্দেশ্য তাকে (খালেদা জিয়া) রাজনীতি করতে না দেওয়ার। কিন্তু তিনি গণতন্ত্র রক্ষাকারী ও  দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা মেনে নেওয়া যায় না।

‍ঢাকা মহানগর জাগপার সভাপতি   আসাদুর   রহমান   খানের সভাপতিত্বে সমাবেশে পার্টির কেন্দ্রীয় সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ   সম্পাদক   খন্দকার   লুৎফর   রহমান প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।