ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
খুলনায় ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

খুলনা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনার ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। জেলার ৬৭টি ইউনিয়নে ১২ লাখ ১৪ হাজার ২৮৫ জন ভোটার রয়েছেন।



মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৮টায় ভোট শুরুর পর থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

জেলার ৯টি উপজেলায় ৬৫০টি কেন্দ্রে বিরতিহীন এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

খুলনা জেলা নির্বাচন অফিস সূত্রমতে, খুলনায় ৯টি উপজেলায় ৩০৬ জন চেয়ারম্যান, ২ হাজার ৬১২ জন সদস্য এবং ৭৭৫ জন সংরক্ষিত (নারী) সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তেরখাদা সদর ইউনিয়নে একজন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া খুলনায় ৮জন সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান সকালে বাংলানিউজকে বলেন, খুলনার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার (এ রিপোর্ট লেখা পর্যন্ত) খবর পাওয়া যায়নি। জেলার ৯ উপজেলার ৬৭টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা,  মার্চ ২২, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।