ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোলার ১১স্থানে সংঘর্ষে আহত শতাধিক, ৭ কেন্দ্রে ভোট স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভোলার ১১স্থানে সংঘর্ষে আহত শতাধিক, ৭ কেন্দ্রে ভোট স্থগিত

ভোলা: ভোলা সদর, লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার ১১টি স্থানে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১৫০ জন আহত হয়েছেন। এসব ঘটনায় আটক করা হয়েছে ১০ জনকে।

এজন্য সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৮টায় ভোট শুরুর ঘণ্টা খানেক পর থেকেই বিভিন্ন কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

স্থগিত কেন্দ্রগুলো হলো-ভোলা সদরের ধনিয়া ও বাপ্তার ইউনিয়নের দু’টি, বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের দু’টি ও দৌলতখান উপজেলার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এদিকে, কেন্দ্র দখল, প্রভাব বিস্তার, এজেন্টদের মারধর ও জালভোটসহ নানা অভিযোগ এনে দুপুর পর্যন্ত বিএনপির তিন ও আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী ভোট বর্জন করেছেন।

ভোলার পুলিশ সুপার জানিয়েছেন, দুই/একটি বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই ভোট চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।