ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সবই সরকারের নিয়ন্ত্রণের বাইরে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
‘সবই সরকারের নিয়ন্ত্রণের বাইরে’

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির সঙ্গে জড়িতদের বিচার দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘আমাদের ভাগ্য ভালো যে, সব টাকা কোষাগার থেকে নিয়ে যায়নি। এতেই বোঝা যায় রাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণের বাইরে।



মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘কোনো রাষ্ট্রের কোষাগার যখন লুট হয়ে যায়, তখন বুঝতে হবে রাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণের বাইরে। দেশকে এসব লুটপাট, দুর্নীতি, দুঃশাসন থেকে মুক্ত করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন সম্ভব না। ’

তিনি বলেন, স্বাধীনতার এতো বছর পরও দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আর গণতান্ত্রিক সঙ্কটের কারণেই দেশে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সঙ্কটের সৃষ্টি হয়েছে।

সদ্য সমাপ্ত বিএনপি’র ষষ্ঠ জাতীয় সম্মেলন প্রসঙ্গে লে. জে. মাহবুবুর রহমান বলেন, নানা সীমাবদ্ধতার মাঝেও আমরা একটি সফল কাউন্সিল করেছি। এই কাউন্সিলে দলের চেয়ারপারসন ২০৩০ পর্যন্ত রূপকল্প দিয়েছেন। এই রূপকল্প মানুষের কাছে স্পষ্ট করে তুলতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এমএইচপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।