ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সিলেট সদরে একটি কেন্দ্র বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
সিলেট সদরে একটি কেন্দ্র বাতিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট সদরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি ভোটকেন্দ্র বাতিল করা হয়েছে। কেন্দ্রটি হলো নগরী সংলগ্ন নোয়াপাড়া আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।



মঙ্গলবার (২২ মার্চ) বিকেল পৌনে ৪টায় সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ৬নং টুকেরবাজার ইউনিয়নের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলার ঘটনায় জড়িত বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
 
বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহিদ আহমদ বলেন, এর পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে ৩টার দিকে স্থগিতের দাবি জানান বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহিদ আহমদ।  

কেন্দ্রটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানান, সিলেট সদর ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।