ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিইসি’র সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
সিইসি’র সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকীব উদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ বৈঠকে বসেছে বিএনপি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২২ মার্চ) সাড়ে ৪টার দিকে তাদের ইসি সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।



বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে প্রতিনিধিদলে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুজাউদ্দিন, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এবং বিএনপি নেতা মনিরুল ইসলাম ও  দলটির নির্বাহী কমিটির সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

এর আগে চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার সকাল সাড়ে ৯টার দিকে সিইসি’র সাক্ষাতের সময়সূচি চেয়ে আবেদন করেন। কিন্তু তখন ইসি কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় দেন সিইসি।


ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে অভিযোগ ও আলোচনার জন্যই সিইসির সঙ্গে বিএনপি প্রতিনিধিদল দেখা করতে যাচ্ছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ইইউডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।