ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফুলপুরে চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ফুলপুরে চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ (ফুলপুর) থেকে: ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে আটক ময়মনসিংহের ফুলপুর থানার পয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী এনামুল কবিরকে (৪০) দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দশ হাজার টাকা জরিমানা করেন।

পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ জানান, দুপুর ২টার দিকে স্থানীয় ইমাতপুর ভোটকেন্দ্র থেকে পুলিশ এনামুল কবিরকে আটক করে। ভুল বোঝাবুঝির কারণে তাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।

তিনি আরও বলেন, ওই প্রার্থীকে আটকের প্রতিবাদে বিকেল ৪টার দিকে টায়ার জ্বালিয়ে ময়মনসিংহ-তারাকান্দা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক জানান, প্রায় এক ঘণ্টা আবরোধের পর বিকেল পৌনে ৫টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবরোধ তুলে নেয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক বাংলানিউজকে জানান, ওই প্রার্থী ব্যালট পেপার নিয়ে দৌড় পালাচ্ছিলেন। এ কারণে পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দশ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।