ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোলায় ২১ ইউপিতে আ’লীগের ও একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ভোলায় ২১ ইউপিতে আ’লীগের ও একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ভোলা: ভোলার ৩৬টির মধ্যে ২২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২১টিতেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা (নৌকা প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আরেকটিতে (তজুমদ্দিন উপজেলার চাচরা ইউনিয়ন) জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান।



মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনার পর সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

নবনির্বাচিত চেয়ারম্যানরা (আওয়ামী লীগ মনোনীত) হলেন-ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ছালাম মাল, শিবপুর ইউনিয়নের জসিমউদ্দীন, বাকচা ইউনিয়নের ইয়ানুর রহমান, ভেদুরিয়া ইউনিয়নের নুরুল ইসলাম, ধনিয়া ইউনিয়নের এমদাদ হোসেন কবির, চরসামাইয়ার মো. মহিউদ্দিন, আলীনগরের বশির আহমেদ, দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের মোশারেফ হোসেন, উত্তর জয়নগর ইউনিয়নের ইয়াছিন লিটন, মেদুয়া ইউনিয়নের মনজুর আলম, মদনপুর ইউনিয়নের নাছির উদ্দিন, কাচিয়া ইউনিয়নের আব্দুর রব কাজী, লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের মো. শাজাহান ও ধলীগরনগর ইউনিয়নের হেদায়েতুল ইসলাম মিন্টু, চরফ্যাশন উপজেলার চর মাদ্রাসের মোজাম্মেল হক, জাহানপুরের মো. ইউসুফ নসু, হাজারীগঞ্জের সেলিম হাওলাদার, এওয়াজপুরের মাহাবুবুল আলম, নজরুল নগরের রুহুল আমিন, ঢালচরের সালাম হাওলাদার ও চর কলমি ইউনিয়নের কাউসার আলম।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬/আপডেট: ২১১৭
এসআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।