ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

নাগরপুরে বেকরা ভোটকেন্দ্রে সংঘর্ষে আহত ১, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
নাগরপুরে বেকরা ভোটকেন্দ্রে সংঘর্ষে আহত ১, আটক ২

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকরা ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) চেয়ারম্যান প্রার্থী মিঠু (প্রতীক: আনারস) আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।



স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৩ মার্চ) সকাল ৮টায় ভোট শুরুর পর আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেনের সমর্থকরা বেকরা ভোটকেন্দ্র থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিঠুর এজেন্টদের বের করে দেয়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মিঠু আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব খান সংঘর্ষে একজনের আহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সীমানা সংক্রান্ত জটিলার কারণে উচ্চ আদালত ভারড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করায় নাগরপুর উপজেলায় ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে বুধবার নির্বাচন হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।