ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২৬ মার্চ রাজধানীতে র‌্যালি করবে বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
২৬ মার্চ রাজধানীতে র‌্যালি করবে বিএনপি

ঢাকা: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি বের করবে বিএনপি। ওইদিন বিকেল ৩ টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের করা হবে।



বুধবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
 
তিনি আরও জানান, ২৬ মার্চ সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে সকাল ৯টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারা। এছাড়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আবুল খায়ের ভুঁইয়া, কাজী আবুল বাশার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ প্রমুখ।

গয়েস্বর বলেন, শুধু একটি কমিটি গঠনের জন্য বিএনপির কাউন্সিল করা হয়নি। বরং এর মাধ্যমে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা করা হয়েছে। কাউন্সিলে বিএনপি নেত্রীর বক্তব্যের মধ্য দিয়ে এ পরিকল্পনা উঠে এসেছে, যা বাস্তবায়ন এখন সময়ের দাবি। দেশকে সমৃদ্ধ ও উন্নত করতে এ কাউন্সিল বিশাল ভূমিকা রাখবে।

এ সময় খালেদা জিয়ার রূপকল্প ২০৩০ সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

কাউন্সিলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যকে অতি গুরুত্বপূর্ণ অভিহিত করে তাকে ধন্যবাদ জানান গয়েশ্বর।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যেভাবে দলের নেতাকর্মীরা কাউন্সিল সফল করেছেন, সেভাবে স্বাধীনতা দিবসের কর্মসূচিও সফল করতে হবে। কারণ বিএনপির আন্দোলন চলমান রয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ আন্দোলন চলছে। এসব কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

কাউন্সিল সফল করার জন্য বিএনপি ও দলটির ঢাকা মহানগর শাখার নেতাদের ধন্যবাদ জানান গয়েশ্বর।

দলের ষষ্ঠ কাউন্সিলে চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় সভায়।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এমএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।