ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বরিশালে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় মামলা

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ‍একটি ভোটকেন্দ্রের কক্ষ থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে মামলা করেছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার।

বুধবার (২৩ মার্চ) বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় ওই কেন্দ্রের সাধারণ সদস্য প্রার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়।



মামলার বাদী হলেন ইউপির স্থগিত হওয়া রামপট্টি ২নং এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইউসুফ আলী। তিনি স্থানীয় বাহেচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মামলার একমাত্র নামধারী আসামি হলেন মো. দুলাল সরদার। তিনি রহমতপুর ইউপির ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী।

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুল বাংলানিউজকে বলেন, মঙ্গলবার নির্বাচনের দিন ঘটনাস্থল থেকে রামপট্টি এলাকার সালাহ্উদ্দিন তালুকদারের স্ত্রী সুরাইয়া আক্তারকে আটক করা হয়। তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।