ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোম্পানীগঞ্জে জনসংযোগে হামলা, বিএনপি প্রার্থীসহ আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
কোম্পানীগঞ্জে জনসংযোগে হামলা, বিএনপি প্রার্থীসহ আহত ১৫

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম সিকদারের জনসংযোগে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে তিনিসহ কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।



বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে মুছাপুর ইউনিয়নের দক্ষিণ মুছাপুর গ্রামের দুই নম্বর স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম বাংলানিউজকে জানান, বিকেলে দলের নেতাকর্মীদের নিয়ে চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম (প্রতীক-ধানের শীষ) দুই নম্বর স্লুইস গেট এলাকা ও মৌলভী বাজার এলাকায় জনসংযোগ করতে যান। এসময় আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী শাহীনের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে নুরুল আলম সিকদার (৪৫), বিএনপি নেতা মিজান চৌধুরী (৪০), হেদায়েত উল্যাহ (৪৮), খাঁন সাবসহ (৩২) কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, এ হামলার প্রতিবাদে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বসুরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে।

সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বাংলানিউজকে জানান, এ বিষয়ে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।