ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘তনুর হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
‘তনুর হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে’ ছবি: পিয়াস - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত ব্রাসেল্‌সে হামলার প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।



হাছান মাহমুদ বলেন, তনুর হত্যার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত প্রয়োজন। তাছাড়া আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ব্রাসেল্‌সে যে হামলা হয়েছে এবং বাংলাদেশে যে জ্বালাও-পোড়াও হয়েছে তা একই সূত্রে গাঁথা মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, যারা গুপ্ত হত্যা ও সন্ত্রাস করছে তারা মানবতা শক্র। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা অগ্নিসন্ত্রাস করে, তাদের বিচার হওয়ার প্রয়োজন।
যারা এসব হামলার মদদ দিচ্ছে তাদের এবং বিএনপি ও এর চেয়ারপারসন খালেদা জিয়ারও সন্ত্রাস-অগ্নিসন্ত্রাসের দায়ে বিচার হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

সংগঠনের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এমআইকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।