ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিবগঞ্জ ইউপি নির্বাচন

সরে দাঁড়ালেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
সরে দাঁড়ালেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী

বগুড়া: সংবাদ সম্মেলন ডেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ওবাইদুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
 
শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দ্বিতীয় পর্যায়ে আগামী ৩১ মার্চ এ উপজেলার ১২টি ইউপির  নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
সংবাদ সম্মেলনে ওবাইদুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্তের আলোকে এ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনী লড়াইয়ে নামি। কিন্তু গত ১৪ মার্চ প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন।
 
এরই জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুর্বৃত্তের হামলায় আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি মহাতাব আলী নিহত হন। এ ঘটনায় আমাকে হুকুমের আসামি এবং আমার ভাইসহ গ্রাম ও দলীয় লোকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
 
তিনি আরো বলেন, মামলার কারণে দলীয় নেতাকর্মীরা গ্রামছাড়া। এ অবস্থায় আমার পক্ষে নির্বাচন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
 
সংবাদ সম্মেললে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ উপস্থিতি ছিলেন।
 
শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় নেতাকর্মীরা ঘরবাড়ি ছাড়া। যে কারণে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালানোর মতো লোকজন নেই। এ অবস্থায় নির্বাচন করা বড়ই কঠিন। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী ওবাইদুর রহমান।
 
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এমবিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।