ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেক রহমানের বক্তব্য প্রচারে আইনি লড়াই করবে বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
তারেক রহমানের বক্তব্য প্রচারে আইনি লড়াই করবে বিএনপি

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের জন্য আইনি লড়াই করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৭ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।



মির্জা ফখরুল বলেন, ইন্টারপোলের কাছে সরকার মিথ্যা তথ্য দিয়ে তারেক রহমানের নামে রেড এলার্ট জারি করিয়েছিলো। যা ইতোমধ্যে ইন্টারপোল প্রত্যাহার করে নিয়েছে।

ইন্টারপোলে মিথ্যা তথ্য সরবরাহের কারণে পুলিশের সচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন ফখরুল।

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬/আপডেট: ১১৪৮ ঘণ্টা
এমএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।