ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নারী নির্যাতনের বীভৎসতা একাত্তরকে হার মানাচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
‘নারী নির্যাতনের বীভৎসতা একাত্তরকে হার মানাচ্ছে’ ছবি : শাকিল-বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: নারী নির্যাতন দিনে দিনে বেড়ে গিয়ে এর বীভৎসতা একাত্তরকেও হার মানিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এ থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবির নারী সেল আয়োজিত এক প্রতীকী অনশনে বক্তৃতা করছিলেন সেলিম।

তিনি বলেন, স্বাধীনতার পর নারী মুক্তির কথা চিন্তা করা হলেও দিন দিন নারীদের নিরাপত্তা কমে আসছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে ধর্ষণের পর হত্যার মাত্রা এখন বেড়ে গেছে। নির্যাতনের বীভৎসতা এমনভাবে বেড়ে গেছে, একাত্তরের  নারী ধর্ষণের স্টাইলকেও হার মানাচ্ছে।

তিনি বলেন, সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তা না হলে নির্যাতনকারীরা আরও শক্তিশালী হয়ে উঠবে।

তনু হত্যার বিচার দাবিতে ছাত্র ইউনিয়নের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের সঙ্গেও এসময় সংহতি প্রকাশ করেন প্রবীণ এ রাজনীতিবিদ।

প্রতীকী অনশনে আরও বক্তব্য দেন- সিপিবির নারী সেলের নেত্রী জলি তালুকদার, অধ্যাপক বদিউর রহমান, উদীচীর শিল্পী সুরাইয়া পরভীন, নারী নেত্রী লুনা নূর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এইচআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।