ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরে আরও ২ প্রিজাইডিং অফিসার আটক, ভোটগ্রহণ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
যশোরে আরও ২ প্রিজাইডিং অফিসার আটক, ভোটগ্রহণ বন্ধ

যশোর: যশোরে আরও দু’জন প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে তাদেরকে আটক করা হয়।

পাশাপাশি সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের কল্যাণদাহ ও উপশহর ইউনিয়নের শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে।

আটকরা হলেন, সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের কল্যাণদাহ ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম ও উপশহর ইউনিয়নের শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তৌহিদুল ইসলাম।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, নির্বাচনী কাজে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কর্মকর্তাদের নির্দেশে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ কর্মকর্তাকে আটক করা হয়।  

এরআগে, একজন প্রিজাইডিং অফিসার ও দু’জন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করে পুলিশ। ওই সময় পাঁচটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘন্টা, মার্চ ৩১, ২০১৬
এসএইচ
 

** যশোরের ৩ প্রিজাইডিং অফিসার আটক, ৫ কেন্দ্রে ভোট স্থগিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।