ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেরপুরে সংঘর্ষে আহত ১৪, বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
শেরপুরে সংঘর্ষে আহত ১৪, বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার মরিচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র দখল নিয়ে সাধারণ সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ ) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে নকলা উপজেলার উরফা ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদের আসাদ মিয়া ও মাফিজল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৪ জন আহত হয়। আহতদের মধ্যে আজিজুল হককে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মো রুস্তম আলী, নকলা উপজেলার ৩ নম্বর উরফা ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত প্রার্থী ভোট বর্জনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।