ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আচরণবিধি লঙ্ঘন

যশোরে পুলিশের মামলায় শাহীন চাকলাদারের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
যশোরে পুলিশের মামলায় শাহীন চাকলাদারের জামিন ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসির নির্দেশে পুলিশের দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

রোববার (০৩ এপ্রিল) দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে শাহজাহান আলী জামিন মঞ্জুর করেন।

যশোর আদালত পুলিশের ইন্সপেক্টর রেজাউল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

শাহীন চাকলাদারের আইনজীবী অ্যাডভোকেট গাজী আব্দুল কাদীর বাংলানিউজকে বলেন, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করে পুলিশ। তার মক্কেল শাহীন চাকলাদার আদালতে আত্মসমর্পণ করলে পাঁচ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক।

এ সময় আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস শহীদ লাল, অ্যাড. মাহবুব আলম বাচ্চু, অ্যাড.  এনামুল হক, অ্যাড. আলী রায়হান, হাইকোর্টের আইনজীবী অ্যাড. হুসাইন ইসলামসহ অর্ধশত আইনজীবী।

এদিকে, শাহীন চাকলাদারের আদালতে আসার খবর পেয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত এলাকায় অবস্থান নেয়।

এর আগে, গত ৩১ মার্চ ইসির নির্দেশে শাহীন চাকলাদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।