ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

ঢাকা: বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (০৩ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শীর্ষ নেতা খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ইনাম আহমেদ চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, ড. ওসমান ফারুক, অধ্যাপক আবদুল মান্নান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী, আমানউল্লাহ আমান, আসাদুল হাবিব দুলু প্রমুখ উপস্থিত আছেন।

দলীয় সূত্র বলছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত ও কাউন্সিল পরবর্তী শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করতেই এ বৈঠক ডাকা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।