ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পীরগঞ্জে চেয়ারম্যানসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
পীরগঞ্জে চেয়ারম্যানসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ঠাকুরগাঁও: ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ৩জন বিদ্রোহী চেয়ারম্যান পদ প্রার্থী ও ১জন জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।  

 

এ নিয়ে পীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রইল ৫৪জন।


এছাড়াও সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আরো ১২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
 
বুধবার (৬ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার একরামুল হক জানান, সৈয়দপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুলফিকার আলী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী জিল্লুর চৌধুরী এবং সদস্য প্রার্থী আব্দুর রশিদ।

পীরগঞ্জ ইউনিয়নের সদস্য প্রার্থী আনোয়ার হোসেন। দৌলতপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজালুর রহমান। বৈরচুনা ইউনিয়নের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল রাকিব (বকুল ডাক্তার) ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী নুরুন নাহার।

ভোমরাদহ ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী মকবুল হোসেন, কোষারানীগঞ্জ ইউনিয়নের সদস্য প্রার্থী জিয়াউর রহমান, এরশাদ আলী, শাহজাহান আলী, শরিফুল ইসলাম, প্রস্বাদ চন্দ্র সরকার ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ফজিলা বেগম প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।