ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নীলফামারীর ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২৭ জনের মনোনয়ন দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
নীলফামারীর ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২৭ জনের মনোনয়ন দাখিল

নীলফামারী: চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি)  নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নীলফামারীতে চেয়ারম্যান পদে ১২৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) জেলার ডোমার এবং কিশোরগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ২৫৩ জন এবং সাধারণ সদস্য পদে ৭৩১ জন মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা নির্বাচন অফিস জানায়, ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত নারী আসনে ১১৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩৬ জন ও কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন, সংরক্ষিত নারী আসনে ১৩৫ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
 
জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিন বাংলানিউজকে জানান, আগামী ৭ মে চতুর্থ দফায় দুই উপজেলার ১৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।